Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিগত তিন বছরের অর্জন

উপজেলা সমবায় কার্যালয়, সাতক্ষীরা  সদর এর বিগত ০৩ বৎসরের অর্জিত সাফল্য :

 

         দেশের সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা রাখার প্রয়াসে সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য উপজেলা সমবায় কার্যালয়, সাতক্ষীরা  সদর ,সাতক্ষীরা কাজের সুনির্দিষ্ট ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্ত্তুতের ক্ষেত্রে বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। সাতক্ষীরা জেলাধীন কর্মকর্তা/কমচারীগণের  উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুনগত মান উন্নয়নে অত্র জেলার উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, টেকসই সমবায় গঠনে উদ্বুদ্ধকরণ, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন উল্লেখযোগ্য। বিগত তিন অর্থবছরে মোট ৭8টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং 1৩২৯ জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে। বিগত তিন অর্থবছরে মোট 962টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া 321 জন সমবায়ীর দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তিন বছরে প্রায়  ২২৮জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে । এছাড়া সাতক্ষীরা সদর উপজেলায় 16টি ব্যারাক সম্বলিত আশ্রয়ণ প্রকল্পের (ফইজ-2) মধ্যে 160টি হতদরিদ্র পরিবারকে আত্ম কর্ম সংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। প্রকল্পে বসবাসরত সদস্যদের মাঝে ক্রমপুঞ্জি ভুতভাবে 12.44 লক্ষ টাকা ঋণ প্রদান করে তার মধ্য হতে ৯.৮৯লক্ষ টাকা আদায় করা হয়েছে। ঋণ কার্যক্রম চলমান। এছাড়া ইতোমধ্যে অত্র উপজেলায় 2টি উন্নত জাতের গাভী পালনের মাধ্রমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় 2টি সমিতি নিবন্ধন করে তার মাধ্যমে সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন করা হচ্ছে । এছাড়াও প্রকল্প দপ্তর হতে প্রাপ্ত ২ কোটি ৪০লক্ষ টাকার চেক (2০০ জনের) মাঝে  বিতরণ করা হয়েছে এবং ইতোমধ্যে  তার মধ্যে হতে ২৩.৫১ লক্ষ টাকা আদায় করা হয়েছে ।