দপ্তরের নাম- উপজেলা সমবায় কার্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
অফিস প্রধানের পদবী:
উপজেলা সমবায় অফিসার, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
অফিসের কার্যক্রম/পরিচিতি:
অত্র উপজেলা সমবায কার্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত একটি সরকারী দপ্তর। বিভিন্ন পেশাজীবী মানুষের সমন্বয়ে দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় অথবা সরকারী বা বেসরকারী পৃষ্ঠপোষকতায় সংগঠিত সংগঠন/সমিতিকে সমবায়ের আঙ্গিকে সংগঠিত করে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত, ০২ ও ১৩), সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত, ০৪ ও সমিতি নিবন্ধন নীতিমালা, ২০১৩ এর আলোকে সমবায় সমিতি নিবন্ধন, সমিতি পরিচর্যা, পরিদর্শন, বার্ষিক অডিট সম্পাদন, সমিতির সদস্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান। দেশের বিভিন্ন সমবায় প্রশিক্ষণ ইনিস্টিটিউট, বাংলাদেশ সমবায় একাডেমীসহ জেলা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের সহায়তায় স্থানীয়ভাবে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহন করা। এছাড়া বিরোধ নিম্পত্তি, সমবায় আদালত, নির্বাচন, বহিরাগত অডিট, অবসায়ন, সরকারী রাজস্ব ধার্য ও আদায় প্রভৃতি কার্যক্রম অত্র অফিস কর্তৃক সম্পাদিত হয়ে থাকে। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টারমিনাল হতে লাবনীর মোড়, নবারুণের মোড় হয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এর ভিতরে উপজেলা সমবায় দপ্তর অবস্থিত।
দপ্তরের টেলিফোন নং- ০৪৭১-৬৩২১৭
মোবাইল নং- ০১৭১২৯০৪৮৩৩
ইমেল ঠিকানা- uco_satkhirasadar@yahoo,com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস